Ajker Patrika

মেহেন্দীগঞ্জে কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধর, সংঘর্ষে আহত ৮

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাজিরহাট থানার মধ্য রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কৃষক রহিম খানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রহিম খান মধ্য রতনপুর গ্রামের ইসমাইল খানের ছেলে।

রহিম খানের পুত্রবধূ রোকেয়া বেগম জানান, শনিবার দুপুরে তাঁর শ্বশুর পার্শ্ববর্তী এলাকার বাবুল খানের বাড়িসংলগ্ন জমিতে সুপারি চারা লাগাতে যান। ওই সময় সীমানা বিরোধের জেরে বাবুল খান ও তাঁর লোকজন রহিম খানকে ডাকাত আখ্যা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেন এবং বাবুল খানের ঘরের মধ্যে আটকে রাখেন। পরে শ্বশুরের খোঁজ নিতে গিয়ে রোকেয়া বেগম তাঁকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পান। লোকজন নিয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে জুলহাস খান, সোহাগ খানসহ চারজন আহত হন। পরে রহিম খানকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

অন্যদিকে, অভিযুক্ত বাবুল খান দাবি করেছেন, রহিম খান ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেছেন।

বাবুল খান জানান, রহিম খান ও তাঁর লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সাড়ে ১২টার দিকে রহিম খান, কালাম খান, জুলহাস খান, সোহাগ খানসহ ৮-১০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় বাবুল খান, তাঁর মেয়ে এশামনি, স্ত্রী মাকসুদা বেগম ও আত্মীয় তানিয়া বেগম আহত হন। আহতদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাঁদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে আটজন আহত হয়েছেন। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ সালের রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

সৌদি আরবে অভূতপূর্ব কমেডি শো, যৌনতা-ট্রান্সজেন্ডার কোনো কিছুই আটকাচ্ছে না

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

‘ইসরায়েলে আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান’

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের পোস্ট, কেন এত আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত