Ajker Patrika

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০০: ০৫
প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিল্লাল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন রূপগঞ্জ থানার আদুরিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চাষাঢ়ায় ফুটপাতে কাপড় বিক্রি করতেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারেস সিকদার জানান, বাদী একজন প্রবাসীর স্ত্রী। গত বছরের মে মাসে ভুক্তভোগী চাষাঢ়ায় কাপড় কেনার সময় বিল্লাল হোসেনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের কারণে তাঁর দোকান থেকেই কেনাকাটা করতেন। কোনো এক মাধ্যমে বিল্লাল তাঁর ফোন নম্বর সংগ্রহ করেন। পরে সে মোবাইলে বাদীকে কুপ্রস্তাব দেন। এতে বাদী যোগাযোগ বন্ধ করে দেন। 

হারেস সিকদার বলেন, কিছুদিন পরে বাদীর এলাকার এক যুবকের মাধ্যমে বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করেন। পরে প্রায়ই বাড়ির সামনে এসে তাঁকে উত্ত্যক্ত করতেন বিল্লাল। গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় বিল্লালের মুখোমুখি হন বাদী। এ সময় বিল্লাল তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। বাদী চিৎকার করলে বিল্লাল পালিয়ে যান।

এ ঘটনায় বাদী ওই রাতেই মামলা করেন। পরে অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত