Ajker Patrika

সাভারে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দিনা (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সাভার সিটি সেন্টার মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

মৃত শিক্ষার্থী অটোরিকশায় সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে সাভার রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। 

ফাতেমা আক্তার দিনা সাভারের ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে বাংলা নগরের এগ্রিকালচার ট্রেইনিং ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনা অটোরিকশায় রেডিও কলোনি যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। পরে সাভারের সুপার ক্লিনিকে নিলে তাঁর অবস্থার আরও অবনতি হয়। পরে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইনচার্জ ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাকে আমাদের হাসপাতালে ১টা ৫ মিনিটে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত