সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। এর আগে গতকাল ২১ মে মঙ্গলবার বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন। এই পদে ২৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ ভোট (তালা)। এ ছাড়া আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোশাররফ খান পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট (টিউবওয়েল)।
এই পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি, যা মোট ভোটারের ৫ দশমিক ১৪ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৯৬৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা আক্তার (কলস) ২৫ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৫ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু (প্রজাপতি) পেয়েছেন ৮ হাজার ৫১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি, যা মোট ভোটারের ৫ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৫২টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৬৭৯।
উল্লেখ্য, ঢাকার সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯১৫ জন। মোট ৩৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। এর আগে গতকাল ২১ মে মঙ্গলবার বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন। এই পদে ২৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ ভোট (তালা)। এ ছাড়া আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোশাররফ খান পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট (টিউবওয়েল)।
এই পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি, যা মোট ভোটারের ৫ দশমিক ১৪ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৯৬৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা আক্তার (কলস) ২৫ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৫ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু (প্রজাপতি) পেয়েছেন ৮ হাজার ৫১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি, যা মোট ভোটারের ৫ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৫২টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৬৭৯।
উল্লেখ্য, ঢাকার সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯১৫ জন। মোট ৩৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৮ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে