Ajker Patrika

সুদ না দেওয়ায় রিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০২ জুন ২০২২, ১৫: ২৫
সুদ না দেওয়ায় রিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় সুদের টাকার জন্য মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক রিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে মাওনা বরমী আঞ্চলিক সড়কের আজিজ কেমিক্যাল সংলগ্ন এ ঘটনা ঘটেছে। পায়ে শিকল বেঁধে তালা লাগানোর একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ভুক্তভোগী যুবককে শিকলে বেঁধে পায়ে তালাবদ্ধ করে রেখেছেন অভিযুক্ত। পরবর্তীতে সংবাদ কর্মীদের উপস্থিত টের পেয়ে দ্রুত সময়ের মধ্যে শিকল খুলে ঘরের ভেতর নিয়ে যায় ভুক্তভোগী যুবককে। 

স্থানীয়রা বলছে, ওই নির্যাতনকারী টেপিরবাড়ী এলাকার হাবিজুল হক (৪৫)। নির্যাতনের শিকার মোফাজ্জল হোসেন পেশায় রিকশাচালক। 

এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জল হোসেন বলেন, হাবিজুল হকের কাছে ২ হাজার ৫০০ টাকা সুদে ধার নিয়েছিলেন তিনি। কয়েক মাস যথারীতি সুদ চালালেও হঠাৎ করে সুদ না দেওয়ায় তাঁকে শিকলে বেঁধে নির্যাতন শুরু করা হয়েছে। 

অভিযুক্ত হাবিজুল হক প্রতিবেদন না করার অনুরোধ করে বলেন, ‘এ বিষয়ে এ রকম হয়ে যাবে বুঝতে পারি নাই। এ বিষয়টি নিয়ে আপনি রিপোর্ট না করলে খুশি হব।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ 

অভিযোগ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত