উত্তরা (ঢাকা) প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির অযোগ্য ও অগ্রহণযোগ্য হওয়ায় তাঁরা পদত্যাগ করেছেন। এদিকে পুরো ঘটনা
০১ জানুয়ারি ১৯৭০নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ রায় দেন।
৩ মিনিট আগেযানজট ও জনভোগান্তি নিরসনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা ও মুদাফফরগঞ্জ বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
৮ মিনিট আগেনাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে গুলির আওয়াজে উপজেলার তমব্রুবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৯ মিনিট আগে