Ajker Patrika

মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন করায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪: ১৮
মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন করায় হাইকোর্টের রুল

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনালের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পূর্বের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হকসহ বোর্ডের আট সদস্যের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। 

শিক্ষাসচিব, মেয়র আতিকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল। আজ মঙ্গলবার আইনজীবী জামিউল হক ফয়সাল আদেশের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত ৮ সেপ্টেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে। আর আগের কমিটির সবাইকে বাদ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত