নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব, কারও উসকানিতে পা দেওয়া যাবে না। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে চাই, সহনশীল থাকতে হবে সবাইকে।
১৭ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং।’
৩৪ মিনিট আগেকক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১২০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১১টি নৌকা, বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দিয়ে এই অভিযান চালানো হয়। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
৪০ মিনিট আগেফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে হিংসা-প্রতিহিংসা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। আধিপত্য ধরে রাখতে সর্বশেষ এক পক্ষ সহস্রাধিক লোক ভাড়া করে এনে প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে