নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁও এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) বলে দাবি পরিবারের। আজ রোববার সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের বোন শাশ্বতী বিপ্লব দাবি করে বলেন, গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন বিপ্লব। নিখোঁজের আগে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নৌ-পুলিশ কর্মকর্তা মোমেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পশ্চিম প্রান্ত থেকে কচুরিপানায় জড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা ফতুয়া, জিনস প্যান্ট ও কালো মোজা। সংবাদ প্রকাশের রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে।’
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ ফরহাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁও এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) বলে দাবি পরিবারের। আজ রোববার সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের বোন শাশ্বতী বিপ্লব দাবি করে বলেন, গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন বিপ্লব। নিখোঁজের আগে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নৌ-পুলিশ কর্মকর্তা মোমেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পশ্চিম প্রান্ত থেকে কচুরিপানায় জড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা ফতুয়া, জিনস প্যান্ট ও কালো মোজা। সংবাদ প্রকাশের রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে।’
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ ফরহাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে