Ajker Patrika

৪৩ বিসিএসে বাদ পড়াদের ১৭ মার্চের মধ্যে গেজেটভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম গেজেটে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারিয়া ইসলাম। ছবি: আজকের পত্রিকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম গেজেটে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারিয়া ইসলাম। ছবি: আজকের পত্রিকা।

আগামীকালের মধ্যে গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ক্যাডাররা। আজ রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম গেজেটে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারিয়া ইসলাম।

তিনি বলেন, ১০ মাস ধরে দুই ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর গত বছরের ১৭ নভেম্বর আমাদের ২২৭ জনের যোগদানের তারিখ নির্ধারণ করে ১৫ অক্টোবর গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে চলতি বছরের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু গত ৩০ ডিসেম্বর যোগদানের একদিন পূর্বে প্রকাশিত নতুন গেজেটে আমাদের ২২৭ জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়। এই সিদ্ধান্ত আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ২২৭ জন সুপারিশপ্রাপ্ত অফিসারের নিয়োগ স্থগিত হলে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে আমাদের গেজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চেয়েছিলাম। সে প্রেক্ষিতে ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। আমরা সবাই সেই সুযোগ গ্রহণ করি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, কারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকলে তারা যোগদান করতে পারবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির দপ্তর জড়িত, সেক্ষেত্রে নতুন গেজেট প্রকাশিত হতে দুই থেকে তিন কর্মদিবস প্রয়োজন হতে পারে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি।

শিক্ষা ক্যাডার থেকে বাদ পড়া রায়হান মিয়া বলেন, সামনে ঈদ আসছে। আমরা যেন এই ঈদটা পরিবারের সঙ্গে আনন্দে উদ্‌যাপন করতে পারি, সেজন্য ঈদের আগেই আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত