Ajker Patrika

উত্তরা হাইস্কুলের সেই গোশতের দোকান সিলগালা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৬: ২৫
উত্তরা হাইস্কুলের সেই গোশতের দোকান সিলগালা

রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান সিলগালা করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই গোশতের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ও ডিএনসিসির অন্য কর্মকর্তারা সহযোগিতা করেন। 

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অবৈধ গোশতের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা চলছে, তাই ভেঙে দেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা শেষে গোশতের দোকানটি ভেঙে দেওয়া হবে। এ ছাড়া উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে।’ 

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সেই গোশতের দোকান সিলগালা করে দিয়েছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতনোটিশের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ‘কীভাবে অবৈধ গোশতের দোকান বসানো হয়েছে, সে বিষয়ে জানতে নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া হোল্ডিং ট্যাক্স দিতে বলা হয়েছে।’ 

এর আগে দৈনিক আজকের পত্রিকায় ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের কসাইখানা’ শিরোনামে গতকাল শনিবার সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান বন্ধের নির্দেশের কথা জানান। অন্যথায় গোশতের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত