Ajker Patrika

রাজধানীতে মোবাইল চুরি করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মোবাইল চুরি করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, মরদেহ উদ্ধার 

রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক যুবক হাতিরঝিলে ঝাঁপ দেয়। পরে সে লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর লেকের মাঝে তাঁর মরদেহ ভেসে উঠে। মারা যাওয়া এই যুবকের নাম শরিফ আহমেদ (২৭)। তিনি ঢাকার কড়াইল বস্তির খালেক কমান্ডারের বসতিতে ভাড়া থাকতেন। 

শরিফের স্বজনদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে দৌড়ানি দেয়। এ সময় গণপিটুনি থেকে বাঁচতে শরিফ লেকে ঝাঁপ দেয়। অনেক দূর পর্যন্ত সাঁতরানোর পরে হয়তো আর কুলাতে পারেননি। তাই ডুবে মারা গেছেন।’ 

মাজহারুল ইসলাম জানান, বিকেল চারটার পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর খোঁজ নিয়ে তাঁর স্বজনদের ডেকে আনা হয়। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

জানা গেছে, শরিফ ঢাকায় থাকলেও তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনির হোসেন, মায়ের নাম আয়েশা বেগম। 

এর আগে, প্রায় পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে তাঁর মরদেহ উদ্ধারে তল্লাশি চালায়। তবে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে বিকেল তিনটা পঁচিশ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত