Ajker Patrika

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ডেমরা-রামপুরা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করে তল্লাশি করা। তল্লাশি করে তাঁদের কাছ থেকে ২টি চাকু, ৫০ গ্রাম ওজনের মরিচ গুঁড়ার প্যাকেট ও ঝান্ডু বাম নামে ১টি মলমের প্যাকেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মশুরদী গ্রামের মো. বাচ্চু (২৯), শরীয়তপুরের পালং থানার চরশূন্যঘোষ উপজেলার মো. শান্ত (২৭) ও ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. ফারুক হোসেন (২৫)। তাঁদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় পেনাল কোডে মামলা হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অবিযান চালায় পুলিশের একটি টহল দল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত