Ajker Patrika

নরসিংদীতে একদিনে আরও ২০ জনের করোনা পজিটিভ

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে একদিনে আরও ২০ জনের করোনা পজিটিভ

নরসিংদীতে গত একদিনে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩ হাজার ৩০১ জন।

আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইন্সটিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। সোমবার পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। 

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসেব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২১ হাজার ৩৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৯৩ জন। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮০ জন, শিবপুরে ৩০৩ জন, পলাশে ৩৬৪ জন, মনোহরদীতে ১৯১ জন, বেলাবোতে ১৬৪ জন ও রায়পুরায় ১৯১ জন। তাদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩৬ জন ও হোম আইসোলেশনে আছেন ৩৪৫ জন ৷ 

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩০ জন, পলাশে ৩, বেলাবোতে ৬, রায়পুরায় ৭, মনোহরদীতে ২ ও শিবপুরে ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত