Ajker Patrika

ডেমরায় ভাড়াটের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাড়িওয়ালা আটক

জহিরুল আলম পিলু 
আপডেট : ১৪ মে ২০২৫, ২২: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ভাড়াটের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাসুদ ভূঁইয়া (৩৮) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ এপ্রিল ডগাইর নতুনপাড়া এলাকার নিজ বাড়িতে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। মাসুদ ভূঁইয়া কালু ভূঁইয়া রোড এলাকার মৃত অহিদ উল্ল্যাহ ভূঁইয়ার ছেলে।

তাঁর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে ডেমরা থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী মো. শামীম। ফলে গতকাল রাতেই ডগাইর নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মো. শামীম তাঁর স্ত্রী-সন্তানসহ আট মাস ধরে মাসুদের বাড়িতে ভাড়া থাকেন। শামীম একজন ঝালমুড়ি বিক্রেতা। শুরু থেকেই বাড়িওয়ালা ও শামীমের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।

ফলে মাসুদ প্রায়ই তাঁদের বাসায় যাতায়াত করতেন। গত ২২ এপ্রিল দুপুরে শামীম বাজারে গেলে এই সুযোগে মাসুদ তাঁর ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও তাঁর স্বামী ঘরে প্রবেশ করেন। এ ঘটনায় মাসুদ উল্টো শামীমকে এলোপাতাড়ি মারধর করেন এবং মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত