Ajker Patrika

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫: ০০
সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেক নেতিবাচক ঘটনার মধ্যেও এ দেশের সাধারণ মানুষ কিছু অসাধারণ কাজ করে থাকে। সাংবাদিকদের উচিত এসব কাজকে গুরুত্ব দিয়ে তুলে ধরা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, `আমাদের দেশের জনসাধারণ স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নয়। শুধু স্বাস্থ্যসচেতনতাই যেসব রোগ থেকে মুক্তি দিতে পারে, সেই সব রোগেই আমরা বেশি আক্রান্ত হই। এ জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আমাদের সংস্কৃতিতে নেই, তবে এর জন্য মানুষকে সচেতন করে তুলতে হবে।'  

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ। এ ছাড়া ডিআরইউর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত