টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ২য় দিনে ময়দানে ইবাদত-বন্দেগি, জিকির-আজকারে মশগুল রয়েছেন মুসল্লিরা। আজ শনিবার ফজর ওয়াক্তের পর ভারতের মাওলানা ইয়াকুব আলীর হিন্দি বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ইউসুফ। পরে সকাল ১০টার দিকে ময়দানে তালিম করা হয়েছে।
বাদ যোহর ওমর তুর্কি, বাদ আসর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ান বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসমান ইসলাম ও বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তারের বয়ান অনুবাদ করবেন মুফতি জিয়া বিন কাশিম। এরই মধ্য দিয়ে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে ইজতেমার ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দান ও তাঁর আশপাশের এলাকায় অবস্থানরত লাখো মুসল্লিরা বয়ান ও ইবাদতে মশগুল রয়েছেন।
আজ বয়ানে যা বলা হয়, মহানবী (সা.) এর দেখানো জীবন ব্যবস্থা কায়েম করতে হলে ইমান, আমল, আখলাক ও ইসলামি শক্তি বাড়াতে হবে। তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শত শত বছর ধরে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আগামীতেও চলবে। দ্বীন কায়েমের এ কাজে যারা জানমাল ও সময় দেবেন আল্লাহ তাঁদের জীবনকে সহজ করে দেবেন। ইজতেমাকে দুনিয়ার সকল দেশে প্রতিষ্ঠা করতে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে।
নড়াইল থেকে তিন চিল্লার ১০৯ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন আবু হুরাইরা। তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে এর আগে এক সঙ্গে টাঙ্গাইলে ইসলামের দাওয়াত দিয়েছি। গত বৃহস্পতিবার রাত টঙ্গী ময়দানে যোগ দিয়েছি। আখেরি মোনাজাত শেষে ইসলামের দাওয়াত নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব।’
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ইজতেমা ময়দানে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ আসর ওয়াক্তের নামাজ শেষে ময়দানের মূল বয়ান মঞ্চে শতাধিক বিয়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমার আয়োজনের সমাপ্তি ঘটবে। সেই সঙ্গে আগামী বছর ৫৭ তম বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে দেওয়া হতে পারে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ২য় দিনে ময়দানে ইবাদত-বন্দেগি, জিকির-আজকারে মশগুল রয়েছেন মুসল্লিরা। আজ শনিবার ফজর ওয়াক্তের পর ভারতের মাওলানা ইয়াকুব আলীর হিন্দি বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ইউসুফ। পরে সকাল ১০টার দিকে ময়দানে তালিম করা হয়েছে।
বাদ যোহর ওমর তুর্কি, বাদ আসর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ান বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসমান ইসলাম ও বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তারের বয়ান অনুবাদ করবেন মুফতি জিয়া বিন কাশিম। এরই মধ্য দিয়ে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে ইজতেমার ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দান ও তাঁর আশপাশের এলাকায় অবস্থানরত লাখো মুসল্লিরা বয়ান ও ইবাদতে মশগুল রয়েছেন।
আজ বয়ানে যা বলা হয়, মহানবী (সা.) এর দেখানো জীবন ব্যবস্থা কায়েম করতে হলে ইমান, আমল, আখলাক ও ইসলামি শক্তি বাড়াতে হবে। তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শত শত বছর ধরে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আগামীতেও চলবে। দ্বীন কায়েমের এ কাজে যারা জানমাল ও সময় দেবেন আল্লাহ তাঁদের জীবনকে সহজ করে দেবেন। ইজতেমাকে দুনিয়ার সকল দেশে প্রতিষ্ঠা করতে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে।
নড়াইল থেকে তিন চিল্লার ১০৯ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন আবু হুরাইরা। তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে এর আগে এক সঙ্গে টাঙ্গাইলে ইসলামের দাওয়াত দিয়েছি। গত বৃহস্পতিবার রাত টঙ্গী ময়দানে যোগ দিয়েছি। আখেরি মোনাজাত শেষে ইসলামের দাওয়াত নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব।’
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ইজতেমা ময়দানে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ আসর ওয়াক্তের নামাজ শেষে ময়দানের মূল বয়ান মঞ্চে শতাধিক বিয়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমার আয়োজনের সমাপ্তি ঘটবে। সেই সঙ্গে আগামী বছর ৫৭ তম বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে দেওয়া হতে পারে।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে