Ajker Patrika

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, নিহত ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১: ৫৫
ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, নিহত ১ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অমিত হাসান অনিক (২০) নামে এক  ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত অনিক কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি।

গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মশাল মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

নিহত অনিক উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। এ ঘটনায় আরও সাতজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি ও জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সুলতান।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ভুঁইয়া ও কাঞ্চন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পাভেলের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ভুলতা গাউছিয়া এলাকায় শেষ করা হলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা তাঁদের ওপর হামলা চালান। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে অনিককে হামলাকারীরা মারতে মারতে গাড়ির নিচে ফেলে দেন। আহত অবস্থায় প্রথমে তাঁকে পঙ্গু হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান অনিক।

এ ঘটনায় আহত হন আবু হানিফ, অপু মিয়া, আমির হোসেন, আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাশেদুল ইসলাম।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অলি উল্লাহ বলেন, ‘ঢামেক থেকে জানতে পেরেছি, রূপগঞ্জের ভুলতা এলাকায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এর বেশি কিছু জানা নেই।’

একই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রূপগঞ্জ থেকে অনিক নামে এক যুবক ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে স্থানীয় যুবলীগের পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছিলাম গোলাকান্দাইল। মিছিলের কাছেও যেতে পারিনি। ছাত্রদলের ছেলেরা হয়তো পুলিশ আসছে, এমন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পাইছে। যারা অভিযোগ করতাছে তাদের বলেন ফুটেজ বের করতে। আমরা ঘটনাস্থলে গেছি অনেক পরে। এগুলো সব মিথ্যা অভিযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত