Ajker Patrika

র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ জন রিমান্ডে

র‌্যাব পরিচয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৪৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাতজনের ৬ জনকে তিনদিন ও ১ জনকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রিমান্ডের এই নির্দেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. সবুজ মিয়া ওরফে শ্যামল, মো. সাহারুল ইসলাম ওরফে সাগর, আবু ইউসুফ, দিদার ওরফে দিদার মুন্সী, ফেরদৌস ওয়াহীদ, মো. আলামিন দুয়ারী ওরফে দিপু ও মো. দাউদ হোসেন মোল্যা। এদের মধ্যে দাউদের এক দিন, অপর ৬ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে বিকেলে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের এসআই জাহাঙ্গীর হোসেন প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

জানা গেছে, গত ১০ অক্টোবর মাদার টেক্সটাইল মিলস লিমিটেডের কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা উত্তরার আল-আরাফা ইসলামি ব্যাংকের শাখা থেকে তার কোম্পানির ৪৮ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে বনানী যাচ্ছিলেন। কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার সময় খিলক্ষেত থানার প্রাইম ডেন্টাল কলেজ বরাবর ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাত চক্রের সদস্যরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে কোম্পানির গাড়ি থামায়। গাড়িতে অবৈধ টাকা আছে উল্লেখ করে তারা গাড়িটির নিয়ন্ত্রণ নেয়।

গত ২১ অক্টোবর ঢাকা মহানগরী ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ধারাবাহিক অভিযানে আসামিদের গ্রেপ্তার করে গুলশান জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, র‌্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মোবাইল, ডাকাতি করা অর্থে কেনা স্বর্ণালংকার ও নগদ ২৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত