নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম সাব-ইন্সপেক্টরদের (এসআই) কাজের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের (পিএসআই) জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তদন্তপ্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে কমিশনার বলেন, ‘তদন্ত একটি জটিল, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে।’
অনুষ্ঠানে এসআইদের উদ্দেশে অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ‘আপনাদের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্য থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে, তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।’
ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব সাব-ইন্সপেক্টর ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরকে ব্রিফিং দেবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম সাব-ইন্সপেক্টরদের (এসআই) কাজের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের (পিএসআই) জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তদন্তপ্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে কমিশনার বলেন, ‘তদন্ত একটি জটিল, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে।’
অনুষ্ঠানে এসআইদের উদ্দেশে অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ‘আপনাদের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্য থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে, তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।’
ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব সাব-ইন্সপেক্টর ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরকে ব্রিফিং দেবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৪ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৯ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে