Ajker Patrika

অক্টোবরে ধর্ষণের শিকার ৬২ শিশুসহ ৯১ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্টোবরে ধর্ষণের শিকার ৬২ শিশুসহ ৯১ নারী

চলতি বছরের অক্টোবর মাসে ৩৭১ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে। যাদের মধ্যে ৬২ শিশুসহ ৯১ জনকে ধর্ষণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। ১৩টি জাতীয় দৈনিক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ১২ জন কন্যাশিশু। ৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এর মধ্যে ৫ জন কন্যাশিশু। ২ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন এবং এর মধ্যে ৬ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২১ জন এর মধ্যে ২ জনই কন্যাশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন এবং এর মধ্যে ১ জন কন্যাশিশু। ১ জন নারী মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। 

এর বাইরেও বিভিন্ন কারণে ৭ জন কন্যাশিশুসহ ৫৩ জনকে হত্যা করা হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার হয়েছেন। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে ১ টি। ২ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ২ টি। বাল্যবিবাহ চেষ্টার ঘটনা ঘটেছে ১৩টি। এ ছাড়া ১ জন কন্যাশিশুসহ ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। 

মহিলা পরিষদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৮ জন কন্যাশিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ২৯ জন আত্মহত্যার করেছেন এবং এর মধ্যে ৩ জন কন্যাশিশুসহ ৫ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত