গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলামিন মিয়া (৪৩) রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আমেরিকা প্রবাসী মারুফ হোসেন (৬৪), স্ত্রী সুরাইয়া আহমেদ (৪৫) ও তাঁর ভাতিজা তামিউদ্দিন অয়ন (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক। আহত হয় মাইক্রোবাসে থাকা তিন যাত্রী। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত তামিউদ্দিন অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচি আমেরিকা থেকে সকালে দেশে এসে পৌঁছায়। তাদের বাড়িতে নিয়ে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রো ঠিক করি। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ওই মাইক্রোতে গ্রামের বাড়ি খুলনার রুপসার উদ্দেশ্যে রওনা হই। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমার চাচি খুব বেশি আহত হয়েছে। চাচাও আহত হয়েছ। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার সামান্য আঘাত লাগায় ভর্তি হয়নি। আমি তাদের দেখাশোনা করছি।’
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলামিন মিয়া (৪৩) রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আমেরিকা প্রবাসী মারুফ হোসেন (৬৪), স্ত্রী সুরাইয়া আহমেদ (৪৫) ও তাঁর ভাতিজা তামিউদ্দিন অয়ন (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক। আহত হয় মাইক্রোবাসে থাকা তিন যাত্রী। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত তামিউদ্দিন অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচি আমেরিকা থেকে সকালে দেশে এসে পৌঁছায়। তাদের বাড়িতে নিয়ে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রো ঠিক করি। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ওই মাইক্রোতে গ্রামের বাড়ি খুলনার রুপসার উদ্দেশ্যে রওনা হই। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমার চাচি খুব বেশি আহত হয়েছে। চাচাও আহত হয়েছ। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার সামান্য আঘাত লাগায় ভর্তি হয়নি। আমি তাদের দেখাশোনা করছি।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১২ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে