নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহদ রাজনৈতিক প্রজ্ঞা, বিশ্বাস ও নীতিবোধের জায়গা থেকে কখনো বিচ্যুত হননি। অনেক সময় অনেক সমালোচনার মুখেও হয়তো পড়েছিলেন, কিন্তু তার পরেও তিনি বিচ্যুত হননি।
আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজার আগে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও বিচার বিভাগে সাহাবুদ্দিন আহমদ যে ভূমিকা পালন করেছিলেন, তা দৃষ্টান্ত হয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে তাঁকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। কারণ তখন অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে ছিল। তাদের মধ্যে মতপার্থক্যও ছিল। সবাইকে একসঙ্গে নিয়ে, সবাইকে সফলতার সঙ্গে একটা জার্নিতে নিয়ে যাওয়া কঠিন কাজ ছিল। সেটা তিনি দক্ষতার সঙ্গে করেছিলেন বলে আমি মনে করি।’
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার বিষয়ে তাঁর ভূমিকা ছিল কঠোর। সেই সময় দুটি প্রস্তাব ছিল—একটি রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা, আরেকটি হলো সংসদীয় সরকার। উনি দৃঢ়ভাবে সংসদীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। উনি বিশ্বাস করতেন যে সংসদীয় গণতন্ত্র ছাড়া আমাদের দেশে রাজনীতিতে কোনো বিকল্প নেই। এখানে যেকোনো রাষ্ট্রপতি, যেকোনো মুহূর্তে স্বৈরশাসকে পরিণত হতে পারেন। কিন্তু সংসদীয় গণতন্ত্রে সেই সুযোগ নেই।
প্রসঙ্গত, সাহাবুদ্দীন আহমদ সম্পর্কে আসাদুজ্জামান নূরের ভাইয়ের শ্বশুর। আত্মীয়তার সম্পর্ক কখনোই কর্মজীবনে প্রভাব পড়েনি বলে জানান নূর। একটি ঘটনার স্মৃতিচারণ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘তিনি যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমার মাকে ফোন করে বলেছিলেন, আমি যেন তাদের বাসভবনে যাওয়া-আসা না করি। যেহেতু আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।’
সাবেক এই সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমার পক্ষে তাঁর সম্পর্কে বলা কঠিন। কারণ আমরা ঘনিষ্ঠ পরিবেশে তাঁকে দেখেছি। সেক্ষেত্রে মূল্যায়ন কঠিন কাজ। আমি তাঁকে যেহেতু পারিবারিকভাবে দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, তিনি একজন সরল, সহজ, স্বচ্ছ, সৎ ও নির্ভীক মানুষ ছিলেন। আমরা যারা আত্মীয়স্বজন ছিলাম।’
সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল আহমদ বলেন, ‘বাবা তাঁর কর্মজীবনের অধিকাংশ সময়ই এই ভবনে (সুপ্রিম কোর্ট) ছিলেন। ব্যক্তিগত জীবনে উনি মনেপ্রাণে একজন বিচারক ছিলেন। ওনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন, সন্তান ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ব্যবহারে তাই মনে হয়েছে। তিনি সবার সঙ্গে সমান ব্যবহার করতেন।’
সাহাবুদ্দীন আহমদ গত ১২ ফেব্রুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন বলে জানান সোহেল আহমদ। তিনি বলেন, ‘ওই সময় থেকেই মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছিলেন, শেষ দিন পর্যন্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছিল। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধান বিচারপতিও গত এক মাস ধরে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চিকিৎসার ব্যাপারে সব সহযোগিতা করা হয়েছিল। সরকারের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হয়েছিল। সে জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহদ রাজনৈতিক প্রজ্ঞা, বিশ্বাস ও নীতিবোধের জায়গা থেকে কখনো বিচ্যুত হননি। অনেক সময় অনেক সমালোচনার মুখেও হয়তো পড়েছিলেন, কিন্তু তার পরেও তিনি বিচ্যুত হননি।
আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজার আগে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও বিচার বিভাগে সাহাবুদ্দিন আহমদ যে ভূমিকা পালন করেছিলেন, তা দৃষ্টান্ত হয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে তাঁকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। কারণ তখন অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে ছিল। তাদের মধ্যে মতপার্থক্যও ছিল। সবাইকে একসঙ্গে নিয়ে, সবাইকে সফলতার সঙ্গে একটা জার্নিতে নিয়ে যাওয়া কঠিন কাজ ছিল। সেটা তিনি দক্ষতার সঙ্গে করেছিলেন বলে আমি মনে করি।’
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার বিষয়ে তাঁর ভূমিকা ছিল কঠোর। সেই সময় দুটি প্রস্তাব ছিল—একটি রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা, আরেকটি হলো সংসদীয় সরকার। উনি দৃঢ়ভাবে সংসদীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। উনি বিশ্বাস করতেন যে সংসদীয় গণতন্ত্র ছাড়া আমাদের দেশে রাজনীতিতে কোনো বিকল্প নেই। এখানে যেকোনো রাষ্ট্রপতি, যেকোনো মুহূর্তে স্বৈরশাসকে পরিণত হতে পারেন। কিন্তু সংসদীয় গণতন্ত্রে সেই সুযোগ নেই।
প্রসঙ্গত, সাহাবুদ্দীন আহমদ সম্পর্কে আসাদুজ্জামান নূরের ভাইয়ের শ্বশুর। আত্মীয়তার সম্পর্ক কখনোই কর্মজীবনে প্রভাব পড়েনি বলে জানান নূর। একটি ঘটনার স্মৃতিচারণ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘তিনি যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমার মাকে ফোন করে বলেছিলেন, আমি যেন তাদের বাসভবনে যাওয়া-আসা না করি। যেহেতু আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।’
সাবেক এই সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমার পক্ষে তাঁর সম্পর্কে বলা কঠিন। কারণ আমরা ঘনিষ্ঠ পরিবেশে তাঁকে দেখেছি। সেক্ষেত্রে মূল্যায়ন কঠিন কাজ। আমি তাঁকে যেহেতু পারিবারিকভাবে দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, তিনি একজন সরল, সহজ, স্বচ্ছ, সৎ ও নির্ভীক মানুষ ছিলেন। আমরা যারা আত্মীয়স্বজন ছিলাম।’
সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল আহমদ বলেন, ‘বাবা তাঁর কর্মজীবনের অধিকাংশ সময়ই এই ভবনে (সুপ্রিম কোর্ট) ছিলেন। ব্যক্তিগত জীবনে উনি মনেপ্রাণে একজন বিচারক ছিলেন। ওনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন, সন্তান ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ব্যবহারে তাই মনে হয়েছে। তিনি সবার সঙ্গে সমান ব্যবহার করতেন।’
সাহাবুদ্দীন আহমদ গত ১২ ফেব্রুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন বলে জানান সোহেল আহমদ। তিনি বলেন, ‘ওই সময় থেকেই মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছিলেন, শেষ দিন পর্যন্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছিল। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধান বিচারপতিও গত এক মাস ধরে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চিকিৎসার ব্যাপারে সব সহযোগিতা করা হয়েছিল। সরকারের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হয়েছিল। সে জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে