Ajker Patrika

নর্থ সাউথ শিক্ষার্থীর মৃত্যু: খিলক্ষেত থানায় মামলা

উত্তরা প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০: ৫৭
নর্থ সাউথ শিক্ষার্থীর মৃত্যু: খিলক্ষেত থানায় মামলা

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তাঁর বাবা নূর মোহাম্মদ মামুন।  

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা নূর মোহাম্মদ মামুন শুক্রবার সন্ধ্যায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। মামলা নং-০১ (৪) ২২।

এদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল (রোববার) সকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজকে উদ্ধার করে। পরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত