Ajker Patrika

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলছে ৪টি

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলছে ৪টি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়ে পরেছে। আজ শুক্রবার নৌরুটে সকাল থেকে ৪টি কেটাইপ ফেরি চলাচল করছে। ফলে উভয় ঘাটেই পারাপারের অপেক্ষায় থাকা সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। ঘাটে গত কয়েক দিন ধরে আটকে পড়া পণ্যবাহী ট্রাকের চালক-শ্রমিকেরা দুর্ভোগে রয়েছে। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে স্রোতের তীব্রতার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পার হতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এদিকে স্রোতের কারণে ডাম্পসহ অন্যান্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ৬ শতাধিক ট্রাকসহ অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন আটকে আছে ফেরিঘাটে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ডাম্প ও রোরো ফেরি বন্ধ রয়েছে। শুধু কেটাইপ ফেরি কুঞ্জলত ও কদম নামের দুটি ফেরি চলছে। তবে বিকেলের দিকে আরও দুটি ফেরি নৌরুটে যুক্ত হবে। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পদ্মাসেতু অতিক্রম করার সময় তীব্র স্রোতের মুখোমুখি হচ্ছে। স্রোত ঠেলে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে পার হতে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে দুটি কেটাইপ চলেছে। বিকেলে আরও ২টি ফেরি নতুন যুক্ত হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।' 

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি কাকলি পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত