প্রতিনিধি
সাটুরিয়া (মানিকগঞ্জ): কয়েক দিনের টানা বৃষ্টিতে সাটুরিয়ার গাজীখালী নদীর ওপরে সেতুর ঢালে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর ঢালের পাশের দোকানদাররা গর্তের ওপর বড় আকারের একটি কাঠ দিয়ে যানবাহনের চালক ও পথচারীদের চলাচলে সতর্ক করে দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ছোট আকারের গর্ত থাকলেও সারা দিনের মালবাহী ট্রাকের চাপে গর্তটি বড় আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, সাটুরিয়া গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুর পানি দক্ষিণ পাশ দিয়ে নেমে যায়। ফলে সেতুর গোড়ার পিলারের মাটি সরে গিয়ে গতকাল দুপুরে ছোট আকারের গর্ত দেখা দেয়। পরে অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বিকেলে গর্ত বড় আকার ধারণ করে। পরে সেতুর ঢালের পাশের দোকানদাররা একটি মোটা কাঠের খুঁটি দিয়ে গাড়ি ও পথচারীদের চলাচলে সতর্ক করেন।
সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি সড়ক ও জনপথের। তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলমকেও জানানো হয়েছে। এই গর্ত আরও বড় আকার ধারণ করলে জেলার সঙ্গে এখানকার যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তবে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, `বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রকৌশলীকে দেখতে বলেছি। সে দেখে রিপোর্ট করলে সড়ক ও জনপথকে জানানো হবে। যেহেতু এটি জেলার সঙ্গে সাটুরিয়ার একমাত্র যোগাযোগ সড়ক। যে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, প্রাথমিকভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে বলেও জানান তিনি।
সাটুরিয়া (মানিকগঞ্জ): কয়েক দিনের টানা বৃষ্টিতে সাটুরিয়ার গাজীখালী নদীর ওপরে সেতুর ঢালে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর ঢালের পাশের দোকানদাররা গর্তের ওপর বড় আকারের একটি কাঠ দিয়ে যানবাহনের চালক ও পথচারীদের চলাচলে সতর্ক করে দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ছোট আকারের গর্ত থাকলেও সারা দিনের মালবাহী ট্রাকের চাপে গর্তটি বড় আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, সাটুরিয়া গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুর পানি দক্ষিণ পাশ দিয়ে নেমে যায়। ফলে সেতুর গোড়ার পিলারের মাটি সরে গিয়ে গতকাল দুপুরে ছোট আকারের গর্ত দেখা দেয়। পরে অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বিকেলে গর্ত বড় আকার ধারণ করে। পরে সেতুর ঢালের পাশের দোকানদাররা একটি মোটা কাঠের খুঁটি দিয়ে গাড়ি ও পথচারীদের চলাচলে সতর্ক করেন।
সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি সড়ক ও জনপথের। তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলমকেও জানানো হয়েছে। এই গর্ত আরও বড় আকার ধারণ করলে জেলার সঙ্গে এখানকার যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তবে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, `বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রকৌশলীকে দেখতে বলেছি। সে দেখে রিপোর্ট করলে সড়ক ও জনপথকে জানানো হবে। যেহেতু এটি জেলার সঙ্গে সাটুরিয়ার একমাত্র যোগাযোগ সড়ক। যে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, প্রাথমিকভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৯ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
২ ঘণ্টা আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
২ ঘণ্টা আগে