সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে অনেক শিক্ষার্থী তাদের দেওয়া অতিরিক্ত টাকা ফেরত পেয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি ‘টাকা দিয়ে এসএসসি পরীক্ষায় বসছে টেস্টে ফেল ২২৩ শিক্ষার্থী’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে শিক্ষার্থীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়।
সূত্রে জানা গেছে, শাহরাইল উচ্চ বিদ্যালয়ে এ বছর ২৪৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ জন। বাকি ২২৩ জন পরীক্ষার্থী ১ বিষয় থেকে ৭ বিষয় পর্যন্ত অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টি ২৪৩ জন পরীক্ষার্থীদের কাছে থেকে ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের সম্মানী হিসেবে ২ হাজার টাকা নেয়। এ ছাড়া যে সকল পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের প্রতি বিষয়ে ১ হাজার টাকা নেওয়া হয়। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি আজকের পত্রিকার সাতের পাতায়’’ দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এসএসসি পরীক্ষার্থী জানান, ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের সম্মানী হিসেবে ২ হাজার টাকা নেন শিক্ষকেরা। পরে রোববার শিক্ষকেরা তাদের স্কুলে ডেকে নিয়ে টাকা ফেরত দিয়েছেন। এ ছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের কাছে থেকে নেওয়া বিষয় প্রতি ১ হাজার টাকাও ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নজরুল ইসলামের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ বলেন, ‘অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে স্কুলে পাঠানো হয়। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভিন আমাকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয় খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে অনেক শিক্ষার্থী তাদের দেওয়া অতিরিক্ত টাকা ফেরত পেয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি ‘টাকা দিয়ে এসএসসি পরীক্ষায় বসছে টেস্টে ফেল ২২৩ শিক্ষার্থী’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে শিক্ষার্থীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়।
সূত্রে জানা গেছে, শাহরাইল উচ্চ বিদ্যালয়ে এ বছর ২৪৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ জন। বাকি ২২৩ জন পরীক্ষার্থী ১ বিষয় থেকে ৭ বিষয় পর্যন্ত অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টি ২৪৩ জন পরীক্ষার্থীদের কাছে থেকে ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের সম্মানী হিসেবে ২ হাজার টাকা নেয়। এ ছাড়া যে সকল পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের প্রতি বিষয়ে ১ হাজার টাকা নেওয়া হয়। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি আজকের পত্রিকার সাতের পাতায়’’ দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এসএসসি পরীক্ষার্থী জানান, ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের সম্মানী হিসেবে ২ হাজার টাকা নেন শিক্ষকেরা। পরে রোববার শিক্ষকেরা তাদের স্কুলে ডেকে নিয়ে টাকা ফেরত দিয়েছেন। এ ছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের কাছে থেকে নেওয়া বিষয় প্রতি ১ হাজার টাকাও ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নজরুল ইসলামের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ বলেন, ‘অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে স্কুলে পাঠানো হয়। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভিন আমাকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয় খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে