Ajker Patrika

পলাশে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ৪৭
পলাশে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।

আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)। 

স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত