নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গতকাল রাত ৩টা। বাতাসের গতি বাড়ছে কক্সবাজারের উপকূলীয় উপজেলা চকরিয়ায়। তাই পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মো. আবুল হোসেন। সরকারের ঘোষণা অনুযায়ী তিনি কোনাখালী ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি আশ্রয়কেন্দ্রে যান। গিয়ে দেখেন আশ্রয়কেন্দ্রে তালা দেওয়া। এরপর আশ্রয়কেন্দ্রের বাইরেই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। উপায় না দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ গিয়ে আশ্রয়কেন্দ্রের তালা খোলার ব্যবস্থা করলে তিনি পরিবারসহ সেখানে আশ্রয় নেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আসছে শুনেও আশ্রয়কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। পরে আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিই। পুলিশ এসে আশ্রয়কেন্দ্রটি খুলে দেয়।’
চকরিয়ার মতো হাতিয়ায়ও একই ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে মো. বাবুল উদ্দিন নামে এক তরুণ গতকাল রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান, হাতিয়া ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রটি তালা দেওয়া। অনেকেই আশ্রয় নিতে এসে ভেতরে প্রবেশ করতে পারছেন না। ৯৯৯ কর্তৃপক্ষ ফোনটি পেয়ে স্থানীয় থানার পুলিশের সঙ্গে বাবুলের কথা বলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে আশ্রয়কেন্দ্রের তালা খোলার ব্যবস্থা করে।
বাবুল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ এলাকা। এখানে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নেয়। সে জন্য মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চায়। কিন্তু এত বড় ঘূর্ণিঝড়ের কথা শুনেও কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রটি তালা দিয়ে রেখেছিল। তাই আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কথা বলেছি। পুলিশ এসে আশ্রয়কেন্দ্রটি খোলার ব্যবস্থা করে দিয়েছে।’
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ গত শুক্রবার থেকে আবহাওয়ার আপডেট তথ্যের জন্য কয়েক লাখ মানুষ ফোন দিয়েছেন। তবে মোখা-সংক্রান্ত ঘটনায় সরাসরি সাহায্যের জন্য শুক্রবার থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত ৩৯ জন ফোন দিয়েছেন। তাঁদের বেশির ভাগ আশ্রয়কেন্দ্রের বিষয় অভিযোগ করেছেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়াসংক্রান্ত তথ্য জানতে অগণিত কল আসছে। আমরা সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। কিছু কলারকে আবহাওয়া অফিসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।’
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ এটি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
আরও পড়ুন:
গতকাল রাত ৩টা। বাতাসের গতি বাড়ছে কক্সবাজারের উপকূলীয় উপজেলা চকরিয়ায়। তাই পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মো. আবুল হোসেন। সরকারের ঘোষণা অনুযায়ী তিনি কোনাখালী ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি আশ্রয়কেন্দ্রে যান। গিয়ে দেখেন আশ্রয়কেন্দ্রে তালা দেওয়া। এরপর আশ্রয়কেন্দ্রের বাইরেই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। উপায় না দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ গিয়ে আশ্রয়কেন্দ্রের তালা খোলার ব্যবস্থা করলে তিনি পরিবারসহ সেখানে আশ্রয় নেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আসছে শুনেও আশ্রয়কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। পরে আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিই। পুলিশ এসে আশ্রয়কেন্দ্রটি খুলে দেয়।’
চকরিয়ার মতো হাতিয়ায়ও একই ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে মো. বাবুল উদ্দিন নামে এক তরুণ গতকাল রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান, হাতিয়া ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রটি তালা দেওয়া। অনেকেই আশ্রয় নিতে এসে ভেতরে প্রবেশ করতে পারছেন না। ৯৯৯ কর্তৃপক্ষ ফোনটি পেয়ে স্থানীয় থানার পুলিশের সঙ্গে বাবুলের কথা বলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে আশ্রয়কেন্দ্রের তালা খোলার ব্যবস্থা করে।
বাবুল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ এলাকা। এখানে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নেয়। সে জন্য মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চায়। কিন্তু এত বড় ঘূর্ণিঝড়ের কথা শুনেও কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রটি তালা দিয়ে রেখেছিল। তাই আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কথা বলেছি। পুলিশ এসে আশ্রয়কেন্দ্রটি খোলার ব্যবস্থা করে দিয়েছে।’
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ গত শুক্রবার থেকে আবহাওয়ার আপডেট তথ্যের জন্য কয়েক লাখ মানুষ ফোন দিয়েছেন। তবে মোখা-সংক্রান্ত ঘটনায় সরাসরি সাহায্যের জন্য শুক্রবার থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত ৩৯ জন ফোন দিয়েছেন। তাঁদের বেশির ভাগ আশ্রয়কেন্দ্রের বিষয় অভিযোগ করেছেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়াসংক্রান্ত তথ্য জানতে অগণিত কল আসছে। আমরা সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। কিছু কলারকে আবহাওয়া অফিসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।’
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ এটি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
আরও পড়ুন:
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে