Ajker Patrika

মিছিলে গুলির পর জবির ফটকে আন্দোলনকারীদের অবস্থান, থমথমে পরিবেশ

জবি সংবাদদাতা 
মিছিলে গুলির পর জবির ফটকে আন্দোলনকারীদের অবস্থান, থমথমে পরিবেশ

তাঁতিবাজার মোড় ২০ মিনিট আটকে রাখার পর ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় থেকে ফেরার সময় মিছিলের পেছনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তাঁতিবাজারে গিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ২০ মিনিট পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে প্রধান ফটকের সামনে বসে পড়েন।

বর্তমানে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং এর আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রিকশা ছাড়া রাস্তায় যানবাহন নেই বললেই চলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইভান তাওসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যৌক্তিক একটি প্রোগ্রামে যেভাবে হামলা করা হয়েছে সে আন্দোলনের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করছিলাম। সে মিছিলেও গুলি করা হয়েছে। তাই এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচিতে যদি ছাত্রলীগ কোনো হামলা করে তাহলে এর সর্বোচ্চ জবাব দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত