Ajker Patrika

গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক প্রতিনিধি
গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর গুলশান শাহজাদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারেকুজ্জামান তারেক (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডায় কাজ করেন। শনিবার দিবাগত রাত রাত সাড়ে ৩টার দিকে শাহজাদপুর ভোলা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত তারেক জানান, শাহজাদপুর দক্ষিণপাড়া এলাকায় একটি মেসে থাকেন। রাতে গুলশান এলাকায় কাজ শেষ করে নিজের বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। শাহজাদপুর ভোলা মসজিদের সামনে আসলে ৪ থেকে ৫ জন ব্যক্তি তাঁর পথরোধ করে। তাঁর কাছে কী আছে দ্রুত বের করে দিতে বলে। তাঁর পকেটে থাকা প্রতিষ্ঠানের ৫ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় মাথায় এবং বুকে ছুরিকাঘাত করে। 

তারেকের বন্ধু মো. খোকন শেখ জানান, রক্তাক্ত অবস্থায় তারেক একাই মেসে যান। তখন তারা তাঁকে প্রথমে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যায়, সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ওই যুবকের বুকে ও মাথায় আঘাত রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত