Ajker Patrika

বিএনপি আমাদের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে: মির্জা আজম

সাভার (ঢাকা) প্রতিনিধি
বিএনপি আমাদের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে: মির্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘বিএনপি আমাদের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা বলেছিল নভেম্বরের মধ্যে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। নভেম্বর ছাড়িয়ে ডিসেম্বর এসেছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি। তারা বলেছিল, ১০ ডিসেম্বরের পরে বাংলাদেশ খালেদা জিয়ার নেতৃত্বে চলবে। ১১ তারিখ খুনি তারেক রহমান আসবেন। কোনো নির্বাচন নয়। বিমানবন্দর থেকে সোজা বঙ্গভবন যাবে। আজকে দশ তারিখ। মির্জা ফখরুল ও আব্বাস এখন কারাগারে।’ 

আজ শনিবার (১০ ডিসেম্বর) সাভারে ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘আজকে ১০ তারিখ। ঢাকা শহরে বিএনপি খুঁজে পাওয়া যায় না। মির্জা ফখরুল, মির্জা আব্বাস কারাগারে বসে আছে। বিএনপি সমাবেশ করছে। বিদেশ থেকে ওহি নাজিল হবে। শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে নামিয়ে তারা গদিতে বসে পড়বেন। আজকে তাদের সমস্ত ভন্ডুল হয়েছে। তাদের কথা বিশ্বাস করবেন না। গুজবে কান দেবেন না।’ 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আজকে সাভার, আশুলিয়া, ধামরাই থানা আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ। এই সমাবেশের লক্ষ্য বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য মিথ্যাচারের প্রতিবাদ। এই বিএনপি সেই ১৯৯১ সালে নির্বাচনের আগে এই দেশের মানুষের সাথে বেইমানি করে খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে ভোট দেবেন না, আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। মসজিদে উলুধ্বনি আসবে। ফেনির অংশ ভারতের হয়ে যাবে। এসব মিথ্যাচার করেছিল।’ 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। দেশকে ডিজিটাল করব, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করব। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। শেখ হাসিনা যা বলেন, তা তিনি করেছেন। ১৪ বছরে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ তারপর মধ্যম আয়ের দেশ। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ।’ 

ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিওকলোনীতে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সমাবেশের সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা। সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত