Ajker Patrika

খাজা টাওয়ারে আগুন: এখনো নিখোঁজ এক নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খাজা টাওয়ারে আগুন: এখনো নিখোঁজ এক নারী

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে এখনো এক নারী নিখোঁজ রয়েছেন। তাঁর নাম আকলিমা। তাঁর ফুপাতো বোন রওশন আরা বলেন, ‘বিকেল ৪টায় আমার স্বামীকে আকলিমা ফোন দিয়ে আগুনে আটকা পড়ার কথা জানায়। আমরা ধানমন্ডির বাসা থেকে এখানে এসে আবার ফোন দেই। কিন্তু তাঁর নম্বর বন্ধ পাচ্ছি।’ 

আকলিমা রেইস কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করে বলে জানান রওশন আরা। 
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত