Ajker Patrika

শ্রীপুর ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শ্রীপুর ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও যুবদলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) শ্রীপুর ছাত্রলীগের আহ্বায়ক  মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল (২৭), বাপ্পি সরকার (২৫), সজিব শিকদার (২৫), আবু তাহের প্রধান (৪০), মাছুম (২৮), শিপন (৩৬), সালাম শেখ (৪০), নাজমুল শেখ (২৮), আল আমিন (৩৮), ওবায়দুর রহমান মন্ডল সোহেল (৪৫), সোহেল ফকির (৪২), সুমন আহমেদ আকন্দ (৩৫), সরোয়ার হোসেন শেখ (৪০), মো. মোসলেম উদ্দিন মৃধা, মাসুম (২৭), মমিন সরকার (২৭), সাদ্দাম, সেলিম, আলম (৪৫), রবিন আহমেদ (২৫), ইফরান (২৫), তানভীর (২৫), মোবারক হোসেন শ্যামল (৪৫)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের মাস্টার বাড়ি এলাকা থেকে ফুটবল খেলা দেখে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল যোগে মাওনা চৌরাস্তা দিকে যাচ্ছিলেন। গিলারচালা পৌঁছালে আগে থেকেই অৎপেতে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। বাকি কয়েকটি ককটেল অবিস্ফোরিত থাকে। 

মামলার বাদী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  মাহবুব হাসান বলেন, ‘ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার পথে হাজী পাম্প এলাকায় পৌঁছা মাত্র উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  জিয়াউল হকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। আশপাশে লোকজন এগিয়ে এলে ওঁরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’ 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি একটি সাজানো মামলা।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা রুজু হয়েছে। কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত