Ajker Patrika

ইউক্রেন থেকে হাদিসুরের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন থেকে হাদিসুরের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হওয়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ জন নাবিক দেশে ফিরেছে। ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে নিহত হওয়া জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মৃতদেহ খুব শিগগিরই দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান। আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে ২৮ নাবিককে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে ঠিক কবে নাগাদ লাশ আনা হবে সেটি এখনো স্পষ্ট নয়। 

বদিরুজ্জামান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, এই যুদ্ধাবস্থার মধ্যে আমরা আমাদের ২৮ জন ক্রুদের উদ্ধার করতে পেরেছি। বাংলাদেশ দূতাবাস পোল্যান্ড, বাংলাদেশ দূতাবাস রোমানিয়া, এবং বাংলাদেশ দূতাবাস অস্ট্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোপরি সরকারের সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

তিনি বলেন, হাদিসুরের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর দেহাবশেষ অতিসত্বর দেশে নিয়ে আসব আমরা। 

কবে নাগাদ নিয়ে আসা হবে জানতে চাইলে বদিরুজ্জামান বলেন, যত দ্রুত সম্ভব। এটার সময় নির্দিষ্ট করে বলা যাবে না। একটা দেশে যুদ্ধ চলছে, সেখানে মানুষ ঢুকতে পারছে না। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টা শতভাগ আছে। 

হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব ছিল এই ২৮ জনকে উদ্ধার করা। তারপর আমাদের যা করণীয় থাকবে তার সবই আমরা করব। তাদের জন্য যতটুকু করণীয় সেটা আমরা করব। সরকারের তরফ থেকে যতটুকু করার সেটা আমরা করব। 

দেশে ফেরা ২৮ নাবিককে পরিবারে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, উদ্ধার ২৮ জন সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তারা ট্রমাটাইজড। তাঁদের মেডিকেল টেস্ট সহ অন্যান্য প্রক্রিয়া শেষে পরিবারের কাছে যাওয়ার সুযোগ দেওয়া  হবে। শারীরিক পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ২৮ জনকে তাঁদের পরিবারের কাছে যেতে দেওয়া হবে। 

এদিকে সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন নিহত হাদিসুরের পরিবার।  হাদিসের মা রাশিদা বেগম শেষবারের মতো ছেলের লাশ দেখার আকুতি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে সঙ্গে শেষবার যখন কথা হয়েছিল, তখন সে বলেছিল নভেম্বরে আসবে। এখন শুনছি ছেলে বেঁচে নেই। আমি শেষবারের মতো আমরা ছেলের লাশ দেখতে চাই। ছেলেকে একবার ছুঁয়ে দেখতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত