Ajker Patrika

গোপালগঞ্জের বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেটকার যাত্রী শের আলী খান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার ও বাসের দুজন মারাত্মক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শের আলী খান ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার সিদ্দিক খানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস মুকসুদপুর কলেজ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী শের আলী খান  নিহত হন। এ সময় প্রাইভেটকারে চালক ও বাসের এক যাত্রী গুরুতর আহত হন।

আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত দুজন হলেন, প্রাইভেটকার চালক মো. সোহেল (৩৫) ও বাসযাত্রী হাফিজুর রহমান (৪০)। বাসটিকে জব্দ করতে পারলেও বাস চালককে আটক করতে পারেনি পুলিশ। 

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত