Ajker Patrika

ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ সোমবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য পরামর্শ নিতে নিয়মিতই সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার চতুর্থ দফায় এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে। সকাল ১১টায় আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আলোচনা শুরু হবে। নির্বাচন কমিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ জনকে আমন্ত্রণ জানিয়েছে বলে নিশ্চিত করেছে।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল ১১টায় সংলাপ শুরু হবে। এখন পর্যন্ত ৩৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। কতজন আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

তিনি আরও জানান, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ইসির পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।

নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক কমিশন সভা না করেই সংলাপে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। গত মাসে দুই দফা সংলাপে বসে ইসি। তবে তৃতীয় দফা সম্পাদকদের সঙ্গে সংলাপে আগেই নিজেদের প্রথম কমিশন সভায় বসে তাঁরা।

এদিকে সংলাপকে সামনে রেখে ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সম্পাদকদের আমন্ত্রণের জন্য ৪১ জনের একটি তালিকা করেছে ইসি। এর মধ্যে ৩৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।

ইসির ওই তালিকায় যাদের নাম রয়েছে—
এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আইয়ের হেড অব নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির সিইও রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ ঘোষ সৈকত, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজানুল হক রাজা, গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোষ, মাই টিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত।

এ ছাড়াও রয়েছেন—যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, নিউজ ২৪-এর চিফ নিউজ এডিটর রাহুল রাহা, ডিবিসি নিউজ টিভি সিইও মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভি হেড অব নিউজ অশোক চৌধুরী, গ্লোবাল টিভির সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক মোস্তফা ফিরোজ, স্পাইস টিভির এডিটোরিয়াল চিফ তুষার আবদুল্লাহ, এসএ টিভির রাশেদ কাঞ্চন।

তালিকায় আরও নাম রয়েছে—বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, নাগরিক টিভির হেড অব নিউজ দ্বীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, বিডি নিউজ ২৪ ডট কম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বার্তা ২৪-এর আলমগীর হোসেন, সাংবাদিক নাজমুল আশরাফ, বাংলা ট্রিবিউনের বার্তা প্রধান মাসুদ কামাল, বাংলা নিউজের হাসিবুর রহমান।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত মাসে ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে ১৭ জনই সাড়া দেননি। দ্বিতীয় দফার সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন। তৃতীয় দফায় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ওই সংলাপে অংশ নেন সব মিলিয়ে ২৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত