Ajker Patrika

রূপগঞ্জে মেয়র প্রার্থীর প্রচারণায় ব্যবসায়ী নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে মেয়র প্রার্থীর প্রচারণায় ব্যবসায়ী নেতারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আবুল বাশারের পক্ষে প্রচারণা চালিয়েছেন ব্যবসায়ী নেতারা। পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট চাওয়া হয়। 

শুক্রবার (২১ জুন) দুপুর থেকে কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে প্রচার প্রচারণা শুরু হয়। বিকেলে ভারত চন্দ্র স্কুল মাঠে আবুল বাশার বাদশার পক্ষে ভোট চান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান এমএ আব্দুস সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। 

বক্তব্যে ব্যবসায়ী নেতারা বলেন, ‘আবুল বাশার বিলুপ্ত কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। পৌরসভা হওয়ার পরে আরও একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন। বাদশার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি। তিনি কারও জমি বালু ভরাট ও দখল করেনি। এবারের নির্বাচনে আমরা সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বাদশা ভাইকে নির্বাচিত করব। সেটি না হলে ভবিষ্যতে আপনাদের জায়গা জমি নিরাপদে থাকবে না। সাধারণ মানুষের স্বার্থে বাদশাকে জয়ী করতে হবে।’ 

আবুল বাশার বাদশা বলেন, ‘নির্বাচনের অবস্থা এখন পর্যন্ত সুষ্ঠু। তবে প্রতিপক্ষ প্রার্থী রফিকুল ইসলাম রফিক বিভিন্ন স্থানে আমার কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। টাকা দিয়ে ভোট কিনছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য। নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত।’ 

প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন—কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, আওয়ামী লীগ নেতা হাজী এমায়েত হোসেন, মিলন চৌধুরী প্রমুখ। 

আবুল বাশার বাদশা কাঞ্চন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি। গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হন। এরপরেই তাঁকে কাঞ্চন পৌরসভায় মেয়র পদে জয়ী করতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এককাট্টা হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত