Ajker Patrika

বিমানবন্দর সড়কে টানা ১২ দিনের যানজট সতর্কতা, সময় নিয়ে বেরোনোর অনুরোধ 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৪: ১৭
বিমানবন্দর সড়কে টানা ১২ দিনের যানজট সতর্কতা, সময় নিয়ে বেরোনোর অনুরোধ 

রাজধানীর বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত আজ (রোববার) থেকে আগামী ১৮ মার্চ প্রতিদিন সকাল ৬টা থেকে সড়কের উন্নয়নকাজ চলবে। ফলে ওই পথে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলের জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার সওজের প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত) সড়কে পূর্ব ও পশ্চিম পাশে আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে ১৮ মার্চ (রোববার) সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়নকাজ চলবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

এমতাবস্থায় ওই করিডরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। 

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত