সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতার কারণে কাজ করছে না পুলিশ। এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। নিজেদেরই সমাধান করতে হচ্ছে সমস্যার। এমনকি মসজিদে মাইকিং করে সতর্ক করার পর পাঁচ ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালানোর পর টানা তিন ঘণ্টা সময় নিয়ে সব মালামাল লুট হয়। রাত সাড়ে ৯টায় থানায় আগুন দেওয়া হয়। একই দিন সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও নেতা-কর্মীসহ অনেকের বাড়ি ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় হঠাৎ সিদ্ধিরগঞ্জের কিছু এলাকার মসজিদের মাইকিং করে বলা হয়, ‘এলাকায় ডাকাত ঢুকেছে। বাড়ির সব পুরুষ মানুষ বাসা থেকে বের হয়ে ডাকতদের থেকে এলাকাবাসীকে রক্ষা করুন।’ তারপর একে একে সবাই বাড়ি থেকে বেরিয়ে এলে পাঁচজনকে ধরতে পারে এলাকাবাসী। পুলিশ না থাকায় তাদের উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিমরাইল এলাকার বাসের উদ্দিন বলেন, ‘একটি ট্রাকে করে ১৫ জন ডাকাত বিভিন্ন বাসা থেকে ডাকাতি করতে করতে আসে আমাদের এদিকে। তখন এলাকার কয়েকজন খবর পেয়ে মসজিদে ফোন করলে হুজুর মাইকিং করেন। তাৎক্ষণিক এলাকাবাসী বের হয়ে আসায় বাকি বাড়িগুলো বাঁচাতে পারি।’
একই এলাকার আরেক বাসিন্দা দিদারুল বলেন, ‘রাতে ডাকাতের কথা মাইকিং করলে আমরা সবাই বের হয়ে আসি। তখন পাঁচ ডাকাতকে ধরতে সক্ষম হই। বাকিরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউ না থাকায় আমরা উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের সব কাজ এখন বন্ধ আছে। জনগণকে সেবা দেওয়ার মতো কোনো অবস্থানেই নেই আমরা। আমাদের নিজেদের নিরাপত্তা এখন আমরা দিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের থানায় হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতার কারণে কাজ করছে না পুলিশ। এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। নিজেদেরই সমাধান করতে হচ্ছে সমস্যার। এমনকি মসজিদে মাইকিং করে সতর্ক করার পর পাঁচ ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালানোর পর টানা তিন ঘণ্টা সময় নিয়ে সব মালামাল লুট হয়। রাত সাড়ে ৯টায় থানায় আগুন দেওয়া হয়। একই দিন সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও নেতা-কর্মীসহ অনেকের বাড়ি ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় হঠাৎ সিদ্ধিরগঞ্জের কিছু এলাকার মসজিদের মাইকিং করে বলা হয়, ‘এলাকায় ডাকাত ঢুকেছে। বাড়ির সব পুরুষ মানুষ বাসা থেকে বের হয়ে ডাকতদের থেকে এলাকাবাসীকে রক্ষা করুন।’ তারপর একে একে সবাই বাড়ি থেকে বেরিয়ে এলে পাঁচজনকে ধরতে পারে এলাকাবাসী। পুলিশ না থাকায় তাদের উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিমরাইল এলাকার বাসের উদ্দিন বলেন, ‘একটি ট্রাকে করে ১৫ জন ডাকাত বিভিন্ন বাসা থেকে ডাকাতি করতে করতে আসে আমাদের এদিকে। তখন এলাকার কয়েকজন খবর পেয়ে মসজিদে ফোন করলে হুজুর মাইকিং করেন। তাৎক্ষণিক এলাকাবাসী বের হয়ে আসায় বাকি বাড়িগুলো বাঁচাতে পারি।’
একই এলাকার আরেক বাসিন্দা দিদারুল বলেন, ‘রাতে ডাকাতের কথা মাইকিং করলে আমরা সবাই বের হয়ে আসি। তখন পাঁচ ডাকাতকে ধরতে সক্ষম হই। বাকিরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউ না থাকায় আমরা উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের সব কাজ এখন বন্ধ আছে। জনগণকে সেবা দেওয়ার মতো কোনো অবস্থানেই নেই আমরা। আমাদের নিজেদের নিরাপত্তা এখন আমরা দিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের থানায় হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে