নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোশ্চেন ব্যাংক, কোশ্চেন লিংক, অল এক্সাম হেলপিং জোন, এসএসসি ২০২১ অল বোর্ডসহ আরও বেশ কিছু ভুয়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, পেজ ও আইডি খুলে প্রশ্নপত্র পাওয়া যায় বলে পোস্ট ও শিক্ষার্থীদের ব্যক্তিগত ইনবক্সে মেসেজ দেন তারা। পরে প্রশ্নপত্র পেতে আগ্রহী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে থেকে প্রাথমিকভাবে ৫০০ থেকে ৫ হাজার টাকা নিয়ে সদস্য করে নিত চক্রটি।
গতকাল শনিবার রাতে ঢাকার উত্তরা, গাজীপুরের পুবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এসএসসি প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) কমিশনার হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, চক্রটির তিন সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে তারা গ্রুপে মেসেজ করে প্রশ্নপত্রের গ্রাহকদের জানান আমাদের গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দিন অপেক্ষা করেন প্রশ্ন দেওয়া হবে। না হলে টাকা ফেরত করা হবে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক করে গোয়েন্দা পুলিশের কমিশনার হাফিজ আক্তার বলেন, যেই সব অভিভাবক ও ছাত্ররা এ সমস্ত লিংক খুঁজে কেনার পাঁয়তারা করছেন এখন থেকে পুলিশ তাদেরকেউ নজরদারিতে রাখবে। এ ছাড়া যারা প্রশ্নপত্র খুঁজবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র কারিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের মানবিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আল রাফি টুটুল ও হাবিবুল্লাহ বাহার কলেজর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ্ আল মারুফ তপু। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল,৬টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি কমিশনার কেএম হাফিজ আক্তার বলেন, এই চক্রটির কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মত সক্ষমতা নেই। তারা সোশ্যাল মিডিয়া প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা আত্মসাতের উদ্দেশে এসব করেছেন। এদের মধ্যে আল রাফি টুটুল পাবজি খেলায় পারদর্শী। এ ছাড়া সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে।
হাফিজ আক্তার বলেন, ভুয়া প্রশ্নপত্র ফাঁসের জন্য 'আলমগীর হোসেন' নামে একটি ভুয়া আইডি খোলেন রাফি। তারা কয়েক বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে প্রশ্ন ফাঁস করার নামে প্রতারণার জন্য বিভিন্ন প্যাকেজ নিয়ে ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য মাধ্যমগুলোতে প্রচারণা চালায় তারা।
ডিবির কাছে জিজ্ঞাসাবাদে চক্রটি স্বীকার করেছেন ভুয়া মেসেঞ্জার, ফেসবুক আইডি খুলে মেসেঞ্জারে ও ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সকল বিষয়ের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেয়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের বলত ঢাকা থেকে বিভিন্ন জেলায় এবং জেলা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন নিয়ে যাওয়ার সময় একজন কৌশলে প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দেবেন। পরে এ ছবি তারা বিভিন্ন জনের মেসেঞ্জার, টেলিগ্রামসহ মেইলে পাঠিয়ে দেবেন। এসব প্রতিশ্রুতি দিয়ে তারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে প্রতিটি প্রশ্নের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা নিতেন। এ প্রতারক চক্রের বিভিন্ন পেজ এবং গ্রুপের ফলোয়ার সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০ জন।
কোশ্চেন ব্যাংক, কোশ্চেন লিংক, অল এক্সাম হেলপিং জোন, এসএসসি ২০২১ অল বোর্ডসহ আরও বেশ কিছু ভুয়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, পেজ ও আইডি খুলে প্রশ্নপত্র পাওয়া যায় বলে পোস্ট ও শিক্ষার্থীদের ব্যক্তিগত ইনবক্সে মেসেজ দেন তারা। পরে প্রশ্নপত্র পেতে আগ্রহী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে থেকে প্রাথমিকভাবে ৫০০ থেকে ৫ হাজার টাকা নিয়ে সদস্য করে নিত চক্রটি।
গতকাল শনিবার রাতে ঢাকার উত্তরা, গাজীপুরের পুবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এসএসসি প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) কমিশনার হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, চক্রটির তিন সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে তারা গ্রুপে মেসেজ করে প্রশ্নপত্রের গ্রাহকদের জানান আমাদের গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দিন অপেক্ষা করেন প্রশ্ন দেওয়া হবে। না হলে টাকা ফেরত করা হবে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক করে গোয়েন্দা পুলিশের কমিশনার হাফিজ আক্তার বলেন, যেই সব অভিভাবক ও ছাত্ররা এ সমস্ত লিংক খুঁজে কেনার পাঁয়তারা করছেন এখন থেকে পুলিশ তাদেরকেউ নজরদারিতে রাখবে। এ ছাড়া যারা প্রশ্নপত্র খুঁজবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র কারিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের মানবিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আল রাফি টুটুল ও হাবিবুল্লাহ বাহার কলেজর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ্ আল মারুফ তপু। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল,৬টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি কমিশনার কেএম হাফিজ আক্তার বলেন, এই চক্রটির কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মত সক্ষমতা নেই। তারা সোশ্যাল মিডিয়া প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা আত্মসাতের উদ্দেশে এসব করেছেন। এদের মধ্যে আল রাফি টুটুল পাবজি খেলায় পারদর্শী। এ ছাড়া সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে।
হাফিজ আক্তার বলেন, ভুয়া প্রশ্নপত্র ফাঁসের জন্য 'আলমগীর হোসেন' নামে একটি ভুয়া আইডি খোলেন রাফি। তারা কয়েক বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে প্রশ্ন ফাঁস করার নামে প্রতারণার জন্য বিভিন্ন প্যাকেজ নিয়ে ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য মাধ্যমগুলোতে প্রচারণা চালায় তারা।
ডিবির কাছে জিজ্ঞাসাবাদে চক্রটি স্বীকার করেছেন ভুয়া মেসেঞ্জার, ফেসবুক আইডি খুলে মেসেঞ্জারে ও ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সকল বিষয়ের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেয়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের বলত ঢাকা থেকে বিভিন্ন জেলায় এবং জেলা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন নিয়ে যাওয়ার সময় একজন কৌশলে প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দেবেন। পরে এ ছবি তারা বিভিন্ন জনের মেসেঞ্জার, টেলিগ্রামসহ মেইলে পাঠিয়ে দেবেন। এসব প্রতিশ্রুতি দিয়ে তারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে প্রতিটি প্রশ্নের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা নিতেন। এ প্রতারক চক্রের বিভিন্ন পেজ এবং গ্রুপের ফলোয়ার সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১৩ ঘণ্টা আগে