অনলাইন ডেস্ক
নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেটে পিপলস ইউনিভার্সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাফিজুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আসাদ গেটে পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তার সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল, খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ।
রোববার ও সোমবার বিভিন্ন সময় খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে কয়েক হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন।
এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তারা তদন্তে পাওয়া আসামি।
নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেটে পিপলস ইউনিভার্সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাফিজুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আসাদ গেটে পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তার সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল, খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ।
রোববার ও সোমবার বিভিন্ন সময় খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে কয়েক হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন।
এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তারা তদন্তে পাওয়া আসামি।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে