Ajker Patrika

বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে কথা-কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেনের পিতার নাম আবুল কাশেম। এবং রাকিব বাজিতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই জাকিরের (১৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাই জাকিরকে লাঠি দিয়ে আঘাত করেন। 
 
সন্ধ্যার পর রাকিব বাড়িতে ফিরলে ছোট ভাই জাকিরের ছুরিকাঘাতে বড় ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিশ্চিত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছোট ভাই জাকিরকে আটক করার অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত