ঢাবি প্রতিনিধি
ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম নির্যাতন-বিরোধী আইন পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আজ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া আবরার ফাহাদ হত্যার রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি; কিন্তু যত দ্রুত সম্ভব তা কার্যকর করতে হবে। অমিতের মা বলেছিলেন, যদি তিনি জানতেন তাঁর সন্তান ছাত্রলীগের সাথে জড়িত, তিনি তাঁর সন্তানকে জুতাপেটা করতেন। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে কান্নাকাটি করার আগেই খোঁজ খবর নিন আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে এসে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কি না।’
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চেয়ে ইয়ামিন মোল্লা বলেন, ‘২০ জনের ফাঁসির আদেশ দেওয়া হলো, অথচ মূল হোতা অমিত সাহার সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়া হলো না। এটা কেন হলো না, তা আমরা জানতে চাই। পাশাপাশি ছাত্রলীগের হাতে আরও যেসব ছাত্র-শিক্ষক হত্যার শিকার হয়েছেন, সেগুলোরও বিচার করতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, শুধু সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করলেই হবে না। একই সঙ্গে বুয়েটের শেরে বাংলা হলের হাউস টিউটর, প্রভোস্টসহ দায়িত্বশীল সকলকেই দায়িত্বে অবহেলার দায়ে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের গণরুম-গেস্টরুমে নির্যাতনবিরোধী আইন পাস করতে হবে।
ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম নির্যাতন-বিরোধী আইন পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আজ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া আবরার ফাহাদ হত্যার রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি; কিন্তু যত দ্রুত সম্ভব তা কার্যকর করতে হবে। অমিতের মা বলেছিলেন, যদি তিনি জানতেন তাঁর সন্তান ছাত্রলীগের সাথে জড়িত, তিনি তাঁর সন্তানকে জুতাপেটা করতেন। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে কান্নাকাটি করার আগেই খোঁজ খবর নিন আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে এসে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কি না।’
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চেয়ে ইয়ামিন মোল্লা বলেন, ‘২০ জনের ফাঁসির আদেশ দেওয়া হলো, অথচ মূল হোতা অমিত সাহার সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়া হলো না। এটা কেন হলো না, তা আমরা জানতে চাই। পাশাপাশি ছাত্রলীগের হাতে আরও যেসব ছাত্র-শিক্ষক হত্যার শিকার হয়েছেন, সেগুলোরও বিচার করতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, শুধু সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করলেই হবে না। একই সঙ্গে বুয়েটের শেরে বাংলা হলের হাউস টিউটর, প্রভোস্টসহ দায়িত্বশীল সকলকেই দায়িত্বে অবহেলার দায়ে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের গণরুম-গেস্টরুমে নির্যাতনবিরোধী আইন পাস করতে হবে।
বিদেশে পড়াশোনা, চাকরি বা বসবাসের স্বপ্ন পূরণে জাপানি ভাষা শেখা অত্যন্ত জরুরি। বাংলাদেশে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান এ ভাষা শিক্ষা দিচ্ছে। তবে এসব চেষ্টার বাইরেও একজন জাপানি নাগরিক স্বেচ্ছায় তরুণদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নাম তোকুমোতো কুমিকো।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অফিস সহকারী ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাঁচ মাস আগে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানে সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো..
১ ঘণ্টা আগেঘন ঘন বৈরী আবহাওয়ায় উত্তাল থাকছে বঙ্গোপসাগর। এ সময় সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ে ১ থেকে ৩ ফুট। এর মধ্যে অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের উচ্চতা আর গতিবেগ আরও বাড়ে। প্রতিকূল এই আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র উপকূলের কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপে সৈকতে ভাঙন দেখা দিয়েছে। বিগত বছরগুলোর তুলনায় যা তীব্র।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসিপল্লির ব্যবসায়ী সোহেল রানাকে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের এক নেতা ও কয়েকজন সন্ত্রাসী। দোকান ও বাসায় গিয়ে তাঁকে কয়েকবার মারধরও করা হয়। মামলা করার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় ভয়ে তিনি কয়েক দিন দোকানই বন্ধ...
২ ঘণ্টা আগে