Ajker Patrika

হাজি সেলিম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৫: ২৮
হাজী সেলিম। ফাইল ছবি
হাজী সেলিম। ফাইল ছবি

রাজধানীর ঢাকায় আলিয়া মাদ্রাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

সকালে হাজি সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তী সময় তাঁর সহযোদ্ধারা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয়। পরে ২ সেপ্টেম্বর আদালতে হাজির করে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এক দিন পরই রিমান্ড থেকে আদালতে পাঠানো হয়। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়। এরপর চকবাজার ও লালবাগ থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত