Ajker Patrika

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা

জবি সংবাদদাতা 
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৮: ৩২
জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয়জন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তাঁরা। 

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ সভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক। 

মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লিখেন, ‘আমি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই।’ 

ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা। ছবি: সংগৃহীতপদত্যাগের ঘোষণা দেওয়া তাওসিফ কবির আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ মনে-প্রাণে ধারণ করি। ক্যাম্পাসের প্রথম দিন থেকে ছাত্রলীগ করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমার মনে আঘাত করেছে। তাই সংগঠনের প্রতি পূর্ণ ভালোবাসা ও সম্মান রেখে পদত্যাগ করছি।’ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা। ছবি: সংগৃহীত

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত