নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজদের তালিকায় নাম আছে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। তাঁর পরিবার নিশ্চিত নয়, তিনি বিস্ফোরণের ঘটনাতেই নিখোঁজ কি না। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। জীবিত ও মৃত মিলিয়ে ১৭২ জনকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসও জানিয়েছে, সিদ্দিকবাজারের ওই ভবনে আর কেউ নেই।
এদিকে ইমতিয়াজকে কিশোরগঞ্জে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে দাবি করে পুলিশের উপপরিদর্শক পরিচয়ে তাঁর ভাই মোশাররফ হোসেন ভূঁইয়াকে ঘটনার দিন ফোনকল করা হয়েছিল বলে জানা গেছে।
মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইকে কিশোরগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে একজন এমন তথ্য দিয়ে ফোন করে। বলা হয়, তাঁকে নাকি ধানমন্ডি থেকে তুলে নিয়ে কে বা কারা কিশোরগঞ্জে নিয়ে মারধর করেছে।’
শুক্রবার (১০ মার্চ) রাতে মোশাররফ হোসেন ভুঁইয়ার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার ভাইকে এখনো পাওয়া যায়নি। সেদিন এক প্রতারক আমাদের ফোন দিয়ে ইমতিয়াজকে পাওয়া গেছে বলে জানিয়েছিল। আসলে তাঁকে পাওয়া যায়নি। যে ফোন দিয়েছিল সে একজন চিটার। টাকা পয়সা পাওয়ার ধান্দা ছিল।’ এ নিয়ে এর বেশি আর কথা বলতে চাননি মোশাররফ হোসেন।
বিস্ফোরণের পর থেকে মালেক নামে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর আসে গণমাধ্যমে। তাকেও পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যায়। মালেককে ফিরে পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন তার বাবা রতন মিয়া। তিনি বলেন, ‘বিক্রমপুর টঙ্গিবাড়িতে মালেকের মা কাজ করে। আমি কাজ করি উত্তরার আব্দুলাহপুর। ঘটনার দিন মালেক মায়ের কাছ থেকে সাভারের হেমায়েতপুর যাচ্ছিল। সেখানে সে ইটভাটায় কাজ করে। ঘটনার সড়কে যান চলাচল বন্ধ থাকায় মালেক যে বাসে ছিল সেটি অন্য পথে যায়। মালেক রাস্তা ভুলে মোহাম্মদপুর যায়। সেখান থেকে আবার আবদুল্লাহপুর যায়। আমি আবদুল্লাহপুরে থাকলেও মালেক এখানে কোনো দিন আসেনি। তাই চেনে না। এরপর দুই দিন মালেক আবদুল্লাহপুরে একটি হোটেলে কাজ করে। সেখান থেকে হোটেল মালিকের সহায়তায় সে বিক্রমপুর টঙ্গিবাড়িতে মায়ের কাছে পৌঁছায়। তার মা আমাকে ফোন করে জানিয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৭২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে নিহত ২৩ জনও রয়েছেন। বার্ন ইনস্টিটিউট আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনেরা বাদে বাকিরা বাড়ি ফিরে গেছেন অথবা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজদের তালিকায় নাম আছে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। তাঁর পরিবার নিশ্চিত নয়, তিনি বিস্ফোরণের ঘটনাতেই নিখোঁজ কি না। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। জীবিত ও মৃত মিলিয়ে ১৭২ জনকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসও জানিয়েছে, সিদ্দিকবাজারের ওই ভবনে আর কেউ নেই।
এদিকে ইমতিয়াজকে কিশোরগঞ্জে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে দাবি করে পুলিশের উপপরিদর্শক পরিচয়ে তাঁর ভাই মোশাররফ হোসেন ভূঁইয়াকে ঘটনার দিন ফোনকল করা হয়েছিল বলে জানা গেছে।
মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইকে কিশোরগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে একজন এমন তথ্য দিয়ে ফোন করে। বলা হয়, তাঁকে নাকি ধানমন্ডি থেকে তুলে নিয়ে কে বা কারা কিশোরগঞ্জে নিয়ে মারধর করেছে।’
শুক্রবার (১০ মার্চ) রাতে মোশাররফ হোসেন ভুঁইয়ার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার ভাইকে এখনো পাওয়া যায়নি। সেদিন এক প্রতারক আমাদের ফোন দিয়ে ইমতিয়াজকে পাওয়া গেছে বলে জানিয়েছিল। আসলে তাঁকে পাওয়া যায়নি। যে ফোন দিয়েছিল সে একজন চিটার। টাকা পয়সা পাওয়ার ধান্দা ছিল।’ এ নিয়ে এর বেশি আর কথা বলতে চাননি মোশাররফ হোসেন।
বিস্ফোরণের পর থেকে মালেক নামে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর আসে গণমাধ্যমে। তাকেও পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যায়। মালেককে ফিরে পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন তার বাবা রতন মিয়া। তিনি বলেন, ‘বিক্রমপুর টঙ্গিবাড়িতে মালেকের মা কাজ করে। আমি কাজ করি উত্তরার আব্দুলাহপুর। ঘটনার দিন মালেক মায়ের কাছ থেকে সাভারের হেমায়েতপুর যাচ্ছিল। সেখানে সে ইটভাটায় কাজ করে। ঘটনার সড়কে যান চলাচল বন্ধ থাকায় মালেক যে বাসে ছিল সেটি অন্য পথে যায়। মালেক রাস্তা ভুলে মোহাম্মদপুর যায়। সেখান থেকে আবার আবদুল্লাহপুর যায়। আমি আবদুল্লাহপুরে থাকলেও মালেক এখানে কোনো দিন আসেনি। তাই চেনে না। এরপর দুই দিন মালেক আবদুল্লাহপুরে একটি হোটেলে কাজ করে। সেখান থেকে হোটেল মালিকের সহায়তায় সে বিক্রমপুর টঙ্গিবাড়িতে মায়ের কাছে পৌঁছায়। তার মা আমাকে ফোন করে জানিয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৭২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে নিহত ২৩ জনও রয়েছেন। বার্ন ইনস্টিটিউট আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনেরা বাদে বাকিরা বাড়ি ফিরে গেছেন অথবা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৬ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে