Ajker Patrika

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৬: ০৮
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলাবাজার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় প্রধান ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে হাজারখানেক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। 

শিক্ষার্থীরা বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বেল্লাল খান বলেন, ‘ভারতীয় দুই কুলাঙ্গারের এ রকম বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে আমরা এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের ধর্মীয় অপবাদ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল কাদের। তিনি বলেন, ‘বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশসহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পাঁয়তারা। আমরা মুসলিম বিশ্ব একবিন্দু রক্ত থাকতে তা মেনে নেব না।’ 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ্ বলেন, ‘ভারতে বিজেপির দুই নেতা যে জঘন্যতম কাজ করেছে তার প্রতিবাদ করেছি, ভবিষ্যতে আরও করব। পণ্য বয়কট হোক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া তুলে হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।’ 

প্রসঙ্গত, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত