Ajker Patrika

পি কে হালদারের ২ সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৪, ১৮: ৪৫
পি কে হালদারের ২ সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ 

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তাঁদের আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

এর আগে পৃথক ১৫ মামলায় ৯ মে তাঁদের শর্তসাপেক্ষে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে আগাম জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগে পৃথক আবেদন করে। তাতে ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাঁদের আগাম জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 

তবে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার ও সংশোধন চেয়ে বাসুদেব এবং পাপিয়া পৃথক আবেদন করেন। চেম্বার আদালত হয়ে যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। বাসুদেব ও পাপিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত