নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
৪ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৪ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে।
১৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের...
৩২ মিনিট আগে