নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়।
বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’
খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে